ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

মো: হানিফ হোসেন
- Update Time : ০৮:৩৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ১০৩ Time View
গাজীপুরের টঙ্গীতে পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুধবার (১৩ আগস্ট) সকালে ভুক্তভোগীর পরিবার টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেছে।
পুলিশ ও স্বজনদের বরাত জানা গেছে, গত ১১ আগস্ট দুপুরে টঙ্গীর শিলমুন এলাকায় ভাড়াটিয়া সুলতান (৬০) নামে এক ব্যক্তি শিশুটিকে একা ঘরে ডেকে নেয় এবং ধর্ষণের চেষ্টা করে। ঘটনার সময় ঘরে অন্য কেউ উপস্থিত ছিল না।
পরে শিশুটির বড় বোন গোসল করানোর সময় শরীরে দাগ দেখে বিষয়টি জানতে চাইলে শিশুটি পুরো ঘটনা খুলে বলে। পরিবার বিষয়টি পুলিশকে জানালে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, “ঘটনার পর থেকেই অভিযুক্ত সুলতান পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”