টঙ্গীতে ২০ বোতল বিদেশি মদসহ দুই যুবক গ্রেফতার
- Update Time : ০৮:৩৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ১১০ Time View
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীনএলাকায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশি মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার (২৫ অক্টোবর ২০২৫) রাতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন। মো. খালিদ হাসান (৪০) ও মো. হৃদয় (২৪)। তারা টঙ্গী এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানার অফিসার ও ফোর্স ডিউটির সময় গাজীপুরা বাসস্ট্যান্ডের ভূঁইয়া ফার্মেসির সামনে পাকা রাস্তায় সন্দেহভাজনভাবে অবস্থানকারী ওই দু’জনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা নং–১৯, দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ২৪(খ) ধারায় রুজু করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ। তিনি বলেন, ঘটনাটি নিয়ে মামলা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







































































































































































































