টঙ্গীতে সমবায়ের নামে টাকা আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ

- Update Time : ০৯:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫২ Time View
গাজীপুরের টঙ্গীতে এক সমবায় সমিতির গ্রাহকদের কোটি টাকার সঞ্চয় আত্মসাতের অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
শুক্রবার বেলা ১১টার দিকে বনমালা-জয়দেবপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, অঙ্গিকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ২০১৩ সালে টঙ্গীর বনমালা এলাকায় কার্যক্রম শুরু করে। প্রথমদিকে সুষ্ঠুভাবে সঞ্চয় ও ঋণ কার্যক্রম চালালেও পরে গ্রাহকদের অর্থ ফেরত না দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা লাপাত্তা হয়ে যান। বর্তমানে প্রতিষ্ঠানটির অফিসও বন্ধ রয়েছে। গ্রাহকদের দাবি, তাদের প্রায় ২০ কোটি টাকার বেশি সঞ্চিত অর্থ আত্মসাৎ করা হয়েছে।
এ ঘটনায় প্রতারিত গ্রাহকরা গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা করেছেন।
মামলায় অভিযুক্তরা হলেন বরিশালের বিমানবন্দর থানার সোলনা গ্রামের রফিকুল ইসলাম রিপন, তার স্ত্রী নার্গিস ময়না, সমিতির সাধারণ সম্পাদক বরিশালের সাইবের হাট গ্রামের মো. ইমরান, এবং সমিতির যুগ্ম সম্পাদক একই এলাকার মো. রায়হান হোসেন।
বিক্ষোভে অংশ নেওয়া ভুক্তভোগী মাসুম বিল্লাহ বলেন, “আমরা দিন এনে দিন খাই। একটু সচ্ছলতার আশায় এখানে সঞ্চয় করেছিলাম। কিন্তু তারা আমাদের সর্বস্ব লুটে নিয়েছে। আমরা আমাদের পাওনা টাকা ফেরত চাই এবং প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন,বিষয়টি শুনেছি থানায় কেউ অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
গ্রাহকদের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে টাকা উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। অন্যথায় তারা আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।