ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

টঙ্গীতে সকল অপরাধের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল

মোঃ হানিফ হোসেন, টঙ্গী
  • Update Time : ০৩:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫১ Time View

গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় ঘটে যাওয়া সকল অপরাধের বিচারের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর, ছাত্র-জনতা ও শ্রমিকবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত মিছিলটি কিছুক্ষণের জন্য মহাসড়ক অবরোধ করে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় টঙ্গীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচিতে কয়েক শত শিক্ষার্থীরা টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সামনে থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজ গেট প্রদক্ষিণ করে আবারও সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

মিছিলে ডাকাতি, খুন, ছিনতাই, ধর্ষণসহ ঘটে যাওয়া সব অপরাধের বিচার দাবি করা হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সদস্যসচিব মহসিন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ, নাজমুল ইসলাম সরকার, আকাশ খান প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ বলেন, সব অপরাধের বিচার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে সকল অপরাধের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল

মোঃ হানিফ হোসেন, টঙ্গী
Update Time : ০৩:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় ঘটে যাওয়া সকল অপরাধের বিচারের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর, ছাত্র-জনতা ও শ্রমিকবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত মিছিলটি কিছুক্ষণের জন্য মহাসড়ক অবরোধ করে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় টঙ্গীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচিতে কয়েক শত শিক্ষার্থীরা টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সামনে থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজ গেট প্রদক্ষিণ করে আবারও সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

মিছিলে ডাকাতি, খুন, ছিনতাই, ধর্ষণসহ ঘটে যাওয়া সব অপরাধের বিচার দাবি করা হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সদস্যসচিব মহসিন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ, নাজমুল ইসলাম সরকার, আকাশ খান প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ বলেন, সব অপরাধের বিচার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।