টঙ্গীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

- Update Time : ১২:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
- / ১৪৭ Time View
গাজীপুরের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশের ইতিহাসের সফল প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় টঙ্গীর নতুন বাজারস্থ আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজাদা সেলিম লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসনের সাংসদ সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মহানগর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক শাহজাদা লিটন, টঙ্গী পশ্চিম ছাত্রলীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নিরব, পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক স্বপন মৃধা, এবি সিদ্দিক, মাহমুদুল হাসান শাহীন প্রমূখ।