টঙ্গীতে শিশু ধর্ষণের ঘটনায় মামলা, মূল আসামি গ্রেফতার।
- Update Time : ০৮:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৮৬৭ Time View
গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকায় এক নারীর কন্যা সন্তানকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ঘটনার মূল আসামিকে পুলিশ ইতোমধ্যে গ্রেফতার করেছে।
মামলার বাদী মোসাঃ আকলিমা (৩১), পিতা- আব্দুল আলী, মা- ফুলমতী বেগম, স্বামী- আয়নাল দপ্তরী। তাদের স্থায়ী ঠিকানা এরশাদ নগর (০৭নং ব্লক, ০১ নং গলি), টঙ্গী পূর্ব, গাজীপুর তাঁর কন্যা আফরিন (৪), পিতা- আয়নাল দপ্তরী, মা- মোসাঃ আকলিমা।
পুলিশ এবং মামলার বিবরণ অনুযায়ী, গত ০৯ সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা আনুমানিক ৬টায় অভিযুক্ত মোঃ আব্দুল মোতালেব খাঁ (৫০), পিতা- মৃত এলেম খাঁ, মাতা- মৃত আমেনা বেগম, স্থায়ী গ্রাম- এরশাদ নগর (০৭নং ব্লক, ০১নং গলি), টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর ০৭নং ব্লকের ০১নং গলিতে গিয়ে বাদীর কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে। অভিযোগে বলা হয়েছে, মোতালেব খাঁ মজা খাওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে নৃশংসতার শিকার করেছে।
ঘটনার পরপরই টঙ্গী পূর্ব থানায় মামলা নং-১৭, তারিখ-১০.০৯.২০২৫, ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) অনুযায়ী দায়ের করা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান জানিয়েছেন, মামলার মূল আসামিকে দ্রুত গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার প্রকৃত স্বাভাবিকতা অনুসারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। স্থানীয়রা বলছেন, এরশাদনগর এলাকায় এমন নৃশংস ঘটনা ঘটায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা আশা করি, আইন প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন হবে এবং শিশুটির জন্য ন্যায্য বিচার হবে। মামলার তদন্ত এখনও চলছে এবং পুলিশ স্থানীয় পর্যায়ে আরও জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়












































































































































































































