ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে র‌্যাবের অভিযানে নিষিদ্ধ পলিথিন কারখানায় জরিমানা

মোঃ হানিফ হোসেন, টঙ্গী প্রতিনিধি
  • Update Time : ১০:০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ২১৭৫ Time View

গাজীপুরের টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা এলাকায় র‌্যাব-১ এর তত্ত্বাবধানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে ‘এন.এন প্যাকেজিং’ নামীয় প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী পূর্ব ও পশ্চিম থানাধীন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ নেতৃত্ব দেন। এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন উপস্থিত ছিলেন।

অভিযানে কারখানা থেকে ২০৫ কেজি প্রস্তুত পলিথিন ও ১,১২০ কেজি দানা (পলিথিনের কাঁচামাল) জব্দ করা হয়।

র‍্যাব জানায়, ২০০২ সালে বাংলাদেশে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হলেও, এখনো গোপনে অনেক প্রতিষ্ঠান এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় র‍্যাব নিয়মিতভাবে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে আসছে।

অভিযান শেষে র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার মোঃ পারভেজ রানা বলেন, অবৈধভাবে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে র‍্যাবের
অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশের ক্ষতিকর এই কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে পুনরায় এমন অপরাধে জড়িত হলে সংশ্লিষ্ট ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হবে।

এছাড়া, টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় অবস্থিত মেসার্স মা এন্টারপ্রাইজ ও এ.এম এন্টারপ্রাইজ নামের আরও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও পরিবেশ অধিদপ্তর নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে র‌্যাবের অভিযানে নিষিদ্ধ পলিথিন কারখানায় জরিমানা

মোঃ হানিফ হোসেন, টঙ্গী প্রতিনিধি
Update Time : ১০:০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

গাজীপুরের টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা এলাকায় র‌্যাব-১ এর তত্ত্বাবধানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে ‘এন.এন প্যাকেজিং’ নামীয় প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী পূর্ব ও পশ্চিম থানাধীন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ নেতৃত্ব দেন। এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন উপস্থিত ছিলেন।

অভিযানে কারখানা থেকে ২০৫ কেজি প্রস্তুত পলিথিন ও ১,১২০ কেজি দানা (পলিথিনের কাঁচামাল) জব্দ করা হয়।

র‍্যাব জানায়, ২০০২ সালে বাংলাদেশে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হলেও, এখনো গোপনে অনেক প্রতিষ্ঠান এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় র‍্যাব নিয়মিতভাবে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে আসছে।

অভিযান শেষে র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার মোঃ পারভেজ রানা বলেন, অবৈধভাবে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে র‍্যাবের
অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশের ক্ষতিকর এই কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে পুনরায় এমন অপরাধে জড়িত হলে সংশ্লিষ্ট ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হবে।

এছাড়া, টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় অবস্থিত মেসার্স মা এন্টারপ্রাইজ ও এ.এম এন্টারপ্রাইজ নামের আরও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও পরিবেশ অধিদপ্তর নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।