ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে যুবদলের উদ্যোগে লকডাউনের প্রতিবাদে রাস্তায় মহড়া

অলিদুর রহমান অলি
  • Update Time : ০৯:৫২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ৯৮ Time View

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের ঘোষিত ‘তথাকথিত লকডাউন’এর প্রতিবাদে ও গণতান্ত্রিক চলাচলে বাধা সৃষ্টির বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সকাল থেকে যুবদলের উদ্যোগে শান্তিপূর্ণ রাস্তায় মহড়া অনুষ্ঠিত হয়েছে।টঙ্গীর পাগাড় এলাকা থেকে শুরু হয়ে টঙ্গী বাজার হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে সাহারা মার্কেট এলাকায় অবস্থান করেন নেতাকর্মীরা।

মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল। এসময় স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।অংশগ্রহণকারীরা বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির করে রাজনৈতিক উদ্দেশ্যে লকডাউন চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাদের দাবি, এই লকডাউন সরকারের ভয় এবং গণআন্দোলন দমনের কৌশল মাত্র।যুবদল নেতা নাজমুল হোসেন মণ্ডল বলেন, আমরা তথাকথিত লকডাউনের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে রাস্তায় মহড়া ও অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের লক্ষ্য কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি নয়, বরং সাধারণ মানুষ যেন দুর্ভোগে না পড়ে, তা নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে যুবদলের উদ্যোগে লকডাউনের প্রতিবাদে রাস্তায় মহড়া

অলিদুর রহমান অলি
Update Time : ০৯:৫২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের ঘোষিত ‘তথাকথিত লকডাউন’এর প্রতিবাদে ও গণতান্ত্রিক চলাচলে বাধা সৃষ্টির বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সকাল থেকে যুবদলের উদ্যোগে শান্তিপূর্ণ রাস্তায় মহড়া অনুষ্ঠিত হয়েছে।টঙ্গীর পাগাড় এলাকা থেকে শুরু হয়ে টঙ্গী বাজার হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে সাহারা মার্কেট এলাকায় অবস্থান করেন নেতাকর্মীরা।

মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল। এসময় স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।অংশগ্রহণকারীরা বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির করে রাজনৈতিক উদ্দেশ্যে লকডাউন চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাদের দাবি, এই লকডাউন সরকারের ভয় এবং গণআন্দোলন দমনের কৌশল মাত্র।যুবদল নেতা নাজমুল হোসেন মণ্ডল বলেন, আমরা তথাকথিত লকডাউনের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে রাস্তায় মহড়া ও অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের লক্ষ্য কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি নয়, বরং সাধারণ মানুষ যেন দুর্ভোগে না পড়ে, তা নিশ্চিত করা।