টঙ্গীতে মাদক বিরোধ নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

- Update Time : ০১:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ৩২ Time View
গাজীপুরের টঙ্গীতে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে কামরুজ্জামান জীবন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে টঙ্গী পূর্ব থানার আলম মার্কেট এলাকার কনফিডেন্স স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান জীবন টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার বাসিন্দা দেলোয়ার মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী শামসু, সুজনসহ কয়েকজন রাতের আঁধারে জীবনকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে আলম মার্কেট এলাকায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।
নিহতের বাবা দেলোয়ার মিয়া দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসির উদ্দিন জানান, ঘটনার পরপরই দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়