ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪ জন।

মোঃ হানিফ হেসেন, টঙ্গী প্রতিনিধি
  • Update Time : ০৫:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪১৭৯ Time View

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে টঙ্গীর কেরানির টেক বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলেন রুনা (৩০), আলপিন ওরফে সুমন (২০), তারেক (২০) ও সুজন (৩৪)। সবার বাড়ি গাজীপুরের আমতলী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রুনা দীর্ঘদিন ধরে টঙ্গীর কেরানির টেক বস্তি এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠলেও নানা কৌশলে তিনি আইনের চোখ এড়িয়ে যায়। অভিযানে অবশেষে তাকে গ্রেপ্তার করে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত ওসি মো: ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা) জানান, সন্ত্রাসী ও মাদকের সঙ্গে কোনো আপস নেই এবং সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪ জন।

মোঃ হানিফ হেসেন, টঙ্গী প্রতিনিধি
Update Time : ০৫:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে টঙ্গীর কেরানির টেক বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলেন রুনা (৩০), আলপিন ওরফে সুমন (২০), তারেক (২০) ও সুজন (৩৪)। সবার বাড়ি গাজীপুরের আমতলী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রুনা দীর্ঘদিন ধরে টঙ্গীর কেরানির টেক বস্তি এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠলেও নানা কৌশলে তিনি আইনের চোখ এড়িয়ে যায়। অভিযানে অবশেষে তাকে গ্রেপ্তার করে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত ওসি মো: ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা) জানান, সন্ত্রাসী ও মাদকের সঙ্গে কোনো আপস নেই এবং সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে।