টঙ্গীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
- Update Time : ০২:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ১০৫৭ Time View
গাজীপুরের টঙ্গীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ব্যবসায়ীদের আইনের প্রতি দায়বদ্ধতা জোরদারের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে এক মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় টঙ্গী বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে এবং টঙ্গী বাজার ব্যবসায়ী বন্ধের সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হারুনুর রশিদ আহমেদ, উপপরিচালক, ঢাকা বিভাগ; জনাব চয়ন বিকাশ চক্রবর্তী, উপপরিচালক, ঢাকা বিভাগীয় কার্যালয়; এবং জনাব আব্দুস সামাদ, সহকারী পরিচালক, গাজীপুর জেলা কার্যালয়। সভায় সভাপতিত্ব করেন টঙ্গী থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ। সভায় বক্তব্য রাখেন টঙ্গী বাজারের বিশিষ্ট চাল ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন হারুন অর রশিদ, নুরুল আমিন, নুরু, হানিফ পারভেজ, হানিফ মোল্লা, হানিফ ভূঁইয়া, মফিজুল ইসলাম খানসহ টঙ্গী বাজারের অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরা। বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের সচেতনতা অপরিহার্য। সঠিক মাপ, মান ও মূল্য বজায় রাখা হলে বাজারে আস্থা ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ ভোক্তারা উপস্থিত ছিলেন।



















































































































































































