টঙ্গীতে ভূমিদস্যুর বিরুদ্ধে মানববন্ধন, থানায় অভিযোগ

- Update Time : ০১:৪১:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫৩ Time View
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় গুশুলিয়া মদিনা নগরে ভূমি দখল, হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে প্লট মালিক সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গীর এশিয়া ফিলিং স্টেশনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে ভুক্তভোগীরা টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জাহাঙ্গীর শিকদার, হক মিয়া, সুজন ও মাহবুব মাস্টার গ্যাং দীর্ঘদিন ধরে এহসান সিটির জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও স্থানীয়দের হয়রানি করে আসছে। তারা প্রশাসনের কাছে অবিলম্বে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এহসান সিটি প্লট মালিক সমিতির সভাপতি মাওলানা জুনায়েদ আলী, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সহসভাপতি ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ, অধ্যাপক আহসানুল আলম, মুফতি নূর মুহাম্মদ, সদস্য মুফতি নূরুন নবী, আলী আকবর, মাওলানা নজীর আহমদ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা হারুনুর রশীদ, ড. মাওলানা খলিলুর রহমান ও আরিফুল ইসলামসহ অনেকে।
স্থানীয়রা জানান, সম্প্রতি গাজীপুরের বিভিন্ন স্থানে ভূমিদস্যুতার ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে টঙ্গীর সাতাইশ, গুশুলিয়া ও আশপাশের এলাকায় একাধিক গোষ্ঠী প্রভাব বিস্তার করে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. ইসকান্দার হাবিবুর রহমান জানান, থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।