টঙ্গীতে ভূমিকম্প আতঙ্কে দুই শতাধিক কারখানার শ্রমিক, কিশোর উন্নয়ন কেন্দ্রে ৩০ আসামি আহত
- Update Time : ০৮:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ৪০ Time View
সারাদেশ সহ গাজীপুরে টঙ্গীতে সকালে ভূমিকম্প আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ফ্যাশন পালস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের ৩০ জন আসামি তাড়াহুড়ায় গুরুতর আহত হন।
স্থানীয় সময় সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হলে টঙ্গী বিসিক এলাকায় অবস্থিত নয়তলা ফ্যাশন পালস কারখানার প্রায় ৩ হাজার শ্রমিক আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নিচে নামতে শুরু করেন। এ সময় অন্তত ২০০ শ্রমিক আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা শারমিনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে আরও আছেন আরমান (১৭), খোকন (১৭), আমেনা (৩০), জহুরা (৩২), কৃষ্ণা (৩৩), জান্নাত (১৮), রাণী (৩৫), আকাশ (১৫), কল্পনা (৩৯), সাবিনা (৩০), সীমা (৪০) এবং রহিমাসহ আরও অনেকে। আহতদের দ্রুত উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই সময় টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে ৩০ জন আসামি তাড়াহুড়ার ঘটনায় গুরুতর আহত হন। প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা হুড়োহুড়ি করে নিচে নামার চেষ্টা করার সময় আহত হয়েছেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইশরাত জাহান এ্যানী ও ডা. তারেকুর রহমান জানিয়েছেন, ফ্যাশন পালস কারখানার শ্রমিকরা হুড়োহুড়ি করে নামার সময় আহত হয়েছেন। টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ভূমিকম্পের সময় আতঙ্কে তাড়াহুড়া করতে গিয়ে শ্রমিক ও আসামিরা আহত হয়েছেন। তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ঘটনাস্থলে টঙ্গী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা পৌঁছেছেন। ফায়ার সার্ভিস রেজিস্ট্রেশন অফিসার শাহিন আলম বলেন, “আমরা ঘটনার তদন্ত করছি, পরে বিস্তারিত তথ্য জানানো হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































