টঙ্গীতে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার

- Update Time : ০৬:৩১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ৬৬১ Time View
গাজীপুরের টঙ্গীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলাকালে রুবেল ওরফে সোহরাব আলী (৩৪) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাইওভারের টঙ্গী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাত্রিকালীন ডিউটি চলাকালে টঙ্গী বাজার এলাকায় বিআরটি ফ্লাইওভারের উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিলো পুলিশ। এসময় গাজীপুর থেকে ঢাকাগামী একটি একটি মোটর সাইকেলকে থামার সংকেত দিলে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেন মোটরসাইকেল চালক রুবেল। এসময় তিনি রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত আছেন বলে দাবী করেন। পরে তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তার সাথে থাকা আইডি কার্ড যাচাই করে ভুয়া বলে নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়। এই ভুয়া পুলিশ পরিচয়দানকারী রুবেল ওরফে সোহরাব আলীর বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।