ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে ভাঙ্গারি গোডাউনে আগুন

মোঃ হানিফ হোসেন, টঙ্গী
  • Update Time : ০১:৩৯:২২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / ১৯ Time View

গাজীপুরের টঙ্গীতে একটি ভাঙ্গারি সংরক্ষণের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা পাশের একটি স্কুল ও বাজার এলাকার কিছু দোকানে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার সকাল ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ শরীফ মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন,আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। বাঙ্গারির দাহ্য বস্তু হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা গোডাউনটির মালিক গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন। তিনি কারখানার বর্জিত বাঙ্গারীর  ও অন্যান্য সামগ্রী ওই গোডাউনে জমা করতেন। তবে গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। বর্তমানে গোডাউনটির দেখভাল করেন তার ভাই আলমগীর। পাশের একটি স্কুলের জানালার কাচ ভেঙে গেছে এবং বাজারের অন্তত তিনটি দোকানের টিন ও মালপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় দোকানদার মো. রাসেল বলেন, আগুন যখন লাগে, আমরা ভয়ে দৌড়ে বের হয়ে আসি। পাশের দোকানগুলোর কিছু মাল পুড়ে গেছে। যদি ফায়ার সার্ভিস একটু দেরি করত, বড় ক্ষতি হয়ে যেত। একই এলাকার বাসিন্দা গৃহবধূ হোসনে আরা বলেন,সকালবেলা ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল। শিশুদের নিয়ে আতঙ্কে ছিলাম। এখনো ভয় কাটেনি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে ভাঙ্গারি গোডাউনে আগুন

মোঃ হানিফ হোসেন, টঙ্গী
Update Time : ০১:৩৯:২২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

গাজীপুরের টঙ্গীতে একটি ভাঙ্গারি সংরক্ষণের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা পাশের একটি স্কুল ও বাজার এলাকার কিছু দোকানে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার সকাল ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ শরীফ মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন,আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। বাঙ্গারির দাহ্য বস্তু হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা গোডাউনটির মালিক গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন। তিনি কারখানার বর্জিত বাঙ্গারীর  ও অন্যান্য সামগ্রী ওই গোডাউনে জমা করতেন। তবে গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। বর্তমানে গোডাউনটির দেখভাল করেন তার ভাই আলমগীর। পাশের একটি স্কুলের জানালার কাচ ভেঙে গেছে এবং বাজারের অন্তত তিনটি দোকানের টিন ও মালপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় দোকানদার মো. রাসেল বলেন, আগুন যখন লাগে, আমরা ভয়ে দৌড়ে বের হয়ে আসি। পাশের দোকানগুলোর কিছু মাল পুড়ে গেছে। যদি ফায়ার সার্ভিস একটু দেরি করত, বড় ক্ষতি হয়ে যেত। একই এলাকার বাসিন্দা গৃহবধূ হোসনে আরা বলেন,সকালবেলা ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল। শিশুদের নিয়ে আতঙ্কে ছিলাম। এখনো ভয় কাটেনি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।