টঙ্গীতে বেসরকারি স্কুলের ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- Update Time : ০৫:২৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ১২৪ Time View
গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টঙ্গী পূর্ব থানার আয়োজনে ২০২৫ সালের ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২৯ নভেম্বর, শনিবার টঙ্গীর ইউনাইটেড মডেল একাডেমি কেন্দ্রে শান্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পূর্ব থানার অধীনস্থ ৫০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৫০ জন মেধাবী শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে—জ্ঞানযাত্রার এই ছোট্ট উৎসবে তাদের উপস্থিতি ছিল উজ্জ্বল ও প্রাণবন্ত।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ আতিক। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন ইউনাইটেড মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. শামীম আহম্মেদ এবং হল সুপার ছিলেন জাহাঙ্গীর আলম।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও সার্বিক তদারকিতে উপস্থিত ছিলেন—গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টঙ্গী পূর্ব থানার সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন, গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি এস. এস. সোবাহান ইকবাল, সহ-সভাপতি মোসলেহ উদ্দিন রাজিব, বৃত্তি পরিচালনা উপকমিটির আহ্বায়ক ও শিক্ষা বিষয়ক সম্পাদক চাঁন মিয়া প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদ উল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হেলাল উদ্দিন, এছাড়াও হাজী ফজর আলী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালকগণ।
জ্ঞান, পরিশ্রম ও স্বপ্নের সমন্বয়ে গড়ে ওঠা এই বৃত্তি পরীক্ষা আগামী দিনের শিক্ষার্থীদের পথচলায় এক আলোকিত দিগন্ত হয়ে উঠবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন সকল সংশ্লিষ্টরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়

























































































































































