টঙ্গীতে বেলা বাড়লেও বাড়ছে না ভোটার উপস্থিতি

- Update Time : ০৩:১৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ১৩০ Time View
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও টঙ্গীর প্রায় সবকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম।
সকাল থেকে টঙ্গীর দত্তপাড়া নবদিগন্ত , দত্তপাড়া প্রাইমারি স্কুল, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, মজিদা সরকারি উচ্চ বিদ্যালয়, টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ আহসান মাস্টার উচ্চ বিদ্যালয়, সফিউদ্দিন স্কুল, নিউ মুন্নু স্কুল, নিউ অলিম্পিয়া সহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে বেলা ১টা পর্যন্ত ভোটার উপস্থিতি খুবই কম, নেই কোন জটলা, ফাঁকা রয়েছে বেশীর ভাগ বুথ।
খোদ প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কেন্দ্র এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও নেই ভোটার উপস্থিতি।
এদিন সকাল সাড়ে সাড়ে ৮টায় নিউ মুন্নু স্কুলে গিয়ে দেখা গেছে, সেখানে ভোটারদের উপস্থিতি তেমন নেই। দুই একটি বুথে দুই-চারজন ভোটার ভোট দিতে এসেছেন।
তবে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন সতর্ক অবস্থায়। পাশাপাশি বিজিবি ও র্যাব টহল রয়েছে নিয়মিত।
অপর দিকে সকাল থেকেই নৌকা, ট্রাক ও ঈগল প্রতীকের এজেন্টদের কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে।
এবিষয়ে নৌকার প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা কেন্দ্রীয় উপস্থিত হয়ে ভোট প্রদান করছেন।
শীতের দিন হওয়ায় সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বেড়ে যাচ্ছে।