টঙ্গীতে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক

- Update Time : ১১:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ৬২ Time View
গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়ে ওই যুবক। আটককৃত ব্যক্তির নাম শুক্কুর আলী (৩০)। তিনি টঙ্গীর এরশাদনগর ১নং ব্লকের বেরিবাঁধ এলাকার বাসিন্দা এবং পিতার নাম সেলিম মিয়া।
ডিএনসির গাজীপুর কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গীর এরশাদনগরে বুধবার সকাল ১১টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে শুক্কুর আলীর দেহ ও বাসস্থান তল্লাশি করে মোট ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, শুক্কুর আলী দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত এবং এলাকার বিভিন্ন স্থানে সে মাদক সরবরাহ করত। তাকে জিজ্ঞাসাবাদ শেষে টঙ্গী পূর্ব থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম, জানান, আটক ব্যক্তিকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হবে।