টঙ্গীতে বিজয় দিবসের পতাকা টানাতে গিয়ে দুইজনের মৃত্যু

- Update Time : ১২:৫৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
- / ১৮৩ Time View
গাজীপুরের টঙ্গীতে মহান বিজয় দিবসের জাতীয় পতাকা টানাতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে সাড়ে ৭টায় বিসিক এলাকায় আইএফএল লিমিটেড নামে নির্মাণাধীন একটি বিল্ডিং এর গেটে সামনে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁ জেলার নিয়ামতপুর থানার বালিচান গ্রামের কসিম উদ্দিনের ছেলে আইনাল হক (৩৫) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত-আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল (৪৫)।
নিহত আইনাল হক মরকুন মধ্যপাড়া আলী ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া এবং আশরাফুল বিসিক ফকির মার্কেট এলাকায় পবিবারের সঙ্গে বাস করতেন।
আই এফ এল আর এক নির্মাণ শ্রমিক মো, হারুন জানান, বিজয় দিবস উপলক্ষ্যে আইএফএল মুল ফটকের কাছে আয়নাল ও আশরাফুল সকাল সাড়ে ৭টার দিকে বিজয় দিবস উপলক্ষ্যে রডের সাথে বেধে জাতীয় পতাকা টানাতে যায়। এ সময় উপরে থাকা বিদ্যৎতের তারে সাথে পতাকা বাধানো রড লেগে দুজনই বিদ্যুৎ স্পর্শ হয়ে পাশে ছিটকে পড়েন। এ সময় অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়