টঙ্গীতে বিএনপি ও অঙ্গসংগঠনের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০২:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৯৭ Time View
গাজীপুরের টঙ্গীতে গতকাল শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ব্যাপক র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেছেন। র্যালিটি কাদেরিয়া স্কুল থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে হোসেন মার্কেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। র্যালি ও সমাবেশে টঙ্গী এলাকা উৎসবমুখর হয়ে ওঠে, যেটিতে শহীদ ও বিপ্লব দিবস উদযাপন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী রাকিব উদ্দিন সরকার পাপ্পু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুর রহিম কালা, সরকার শাহনুর ইসলাম রনি, আলহাজ্ব বাবর আলী, আজিজুল হক রাজু মাষ্টার, তাজুল ইসলাম বেপারী, যুবদল নেতা শেখ মো. সুমন, স্বেচ্ছাসেবক দলের নেতা রাতুল আহমেদ ভূঁইয়া এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী।
র্যালিতে বক্তারা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও ভোটাধিকার পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন।
রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন করা হলে দেশে সুশাসন, ন্যায়বিচার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং রাষ্ট্রযন্ত্রকে দলীয়ভাবে ব্যবহার করছে। তাই ৩১ দফার ভিত্তিতে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনে একটি ঐতিহাসিক দিন। এ দিনে সৈনিক-জনতার মিলনে জাতীয় বিপ্লব সংঘটিত হয়েছিল, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের ভোটাধিকারের জন্য অব্যাহত সংগ্রামের গুরুত্ব তুলে ধরেন। সমাবেশে উপস্থিত হাজারো নেতা-কর্মীরা এই আহ্বানকে সমর্থন জানান এবং আগামী দিনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।
সার্বিকভাবে, টঙ্গীতে অনুষ্ঠিত এই র্যালি ও সমাবেশ ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারে বিএনপি ও অঙ্গসংগঠনের দৃঢ় প্রতিশ্রুতি ও সক্রিয়তা প্রদর্শন করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































