টঙ্গীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা

- Update Time : ০৪:৫৪:২০ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
- / ২১২ Time View
টঙ্গীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৩ উদযাপন। শনিবার গাজীপুর জেলায় বসবাসকারী প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়নে কর্মরত ন্যাশনাল ফেলোশিপ ফর দি এ্যাডভান্সমেন্ট অফ ঝিবুয়ালী হ্যান্ডিক্যাপড (এনএফএভিএইচ) এর উদ্যোগে টঙ্গীর নোয়াগাঁও প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি টঙ্গী রেল ষ্টেশন সংলগ্ন নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবার সদস্যগণ। ন্যাশনাল ফেলোশিপ ফর দি এ্যাডভান্সমেন্ট অফ ভিজুয়ালী হ্যান্ডিকাপড (এনএফএভিএইচ) নির্বাহী পরিচালক সেলিনা আলমের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর সাসটোন্যাবল হিউম্যান রিসোর্স এণ্ড বুরাল ইকনমি (দিশারী) নির্বাহী পরিচালক মোঃ মতিউর রহমান।
এসোসিয়েশন ফর ল্যান্ডলেস এণ্ড পুওর (আলাপ) এর প্রতিনিধি মোসাঃ খাদিজা বেগম, ইকো-সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশ (ইএসডিও) পরিচালক মোঃ আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক (পলী বান্ধব কেন্দ্র) মোঃ মজিবুর রহমান, ভাংনাহাটী বহুমুখী উন্নয়ন সংস্থা (বাবুস) নির্বাহী পরিচালক গাজী মোঃ সালাউদ্দিন প্রমুখ।
নির্বাহী পরিচালক সেলিনা আলম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সারা দেশে দারিদ্রতা বিমোচনমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার, এন.এফ.এ.ভি.এইচ বিএনএফ এর সহযোগীতায় প্রতিবন্ধী ব্যাক্তিদের জীবন মান উন্নয়নে টঙ্গী গাজীপুরে যে কর্মসূচী বাস্তবায়ন করেছে তা গ্রহণযোগ্য।
উক্ত কর্মসূচী বাস্তবায়নের ফলে বিরাট সংখ্যক প্রতিবন্ধী মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছে। এ ধরণের মহতী কর্মসূচীর জন্য সকলের পক্ষ থেকে তারা এন.এন.এফ.ও এন.এফ.এ.ভি.এইচ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তারা আশাবাদী যে, চলমান কার্যধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। নির্বাহী পরিচালক সেলিনা আলম আরো বলেন, প্রতিষ্ঠালগ্নথেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দারিদ্র ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৬৪টি জেলায় ১২০০ সহযোগী সংস্থাসমূহের মাধ্যমে দারিদ্রতা বিমোচনমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জবিনযাত্রায় মান উন্নয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে তা প্রসংসার দাবিদার। তিনি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবসে সফলতা কামনা করেন। বিএনএফ এর সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে এ ধরণের মহতী কাজের সাথে সম্পৃক্ত থাকার জন্য অদ্যকার সভার মাধ্যমে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
পাশাপাশি তিনি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (এনএনএফ) উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।