টঙ্গীতে বলাকা বাস চাপায় ভিক্ষুক নারী নিহত
- Update Time : ০৮:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ১৭৯ Time View
গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় শাহিদা (৩৫) নামে এক ভিক্ষুক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট ) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাহিদা ওই সময় রাস্তায় হাঁটছিলেন। হঠাৎ দ্রুতগামী বলাকা পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং প্রাণ হারান। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের এস আই মোজাম্মেল এর নেতৃত্বে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে জব্দ করে থানায় নিয়ে যায়। তবে ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়। পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে টঙ্গী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, টঙ্গী স্টেশন রোড এলাকায় দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে বাস চলাচল করছে। প্রায়ই দুর্ঘটনা ঘটলেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় না। প্রাথমিক পরিচয় জানাগেছে, নিহত শাহিদার বাড়ি ভোলার লালমোহন থানার অন্তর্গত মাদ্রাসা বাজারে অবস্হিত। স্বামী জলিলকে নিয়ে কিছুদিন ধরে টঙ্গীতে ভিক্ষাবৃত্তি করতেন তিনি। তার বাবার নাম শাহাবুদ্দিন শশী।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।



















































































































































































