টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে দুই দফা আন্দোলন

- Update Time : ০৯:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬ Time View
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন ফকির মার্কেটে অবস্থিত প্যানাজিয়া ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানায় আগস্ট/২৫ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে দুই দিন ধরে টানটান উত্তেজনা বিরাজ করছে। প্রায় ৫৯০ জন শ্রমিকের এই কারখানায় টানা দুই দফা আন্দোলনের মুখে মালিকপক্ষ আশ্বাস দিলেও শ্রমিকরা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। গত কাল রবিবার (১৪ আগস্ট) বিকেল ৪টা ৫৬ মিনিটে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বড়দেওড়া আঞ্চলিক রোড অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা পর সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে মালিকপক্ষ ও স্থানীয়দের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নেন। আলোচনার মাধ্যমে মালিকপক্ষ শ্রমিকদের আশ্বাস দেয় যে ১৫ আগস্ট ফ্যাক্টরিতে বেতন প্রদানের তারিখ নির্ধারণ করা হবে। এ আশ্বাসে শ্রমিকরা অবরোধ শেষে নিজ নিজ বাসায় ফেরেন
পরদিন সোমবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজ শুরু না করে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা আগস্ট/২৫ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি চালান। শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মালিকপক্ষ নানা অজুহাতে বেতন প্রদানে গড়িমসি করছে।
মালিকপক্ষ ঘোষণা দেয়, বুধবারের মধ্যে বেতন পরিশোধ করা হবে। তবে শ্রমিকরা এ আশ্বাসে রাজি না হয়ে আন্দোলন চালিয়ে যেতে থাকেন। উত্তেজনা এড়াতে শেষ পর্যন্ত মালিকপক্ষ কারখানা দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করে। ফলে শ্রমিকরা কাজ না করে বাসায় ফিরে যান।
এ দুই দিনের ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ থাকলেও আপাতত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে শ্রমিক অসন্তোষ থেকে পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।
মালিকপক্ষের বক্তব্য জানতে চাইলে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে কারখানার মালিক রবিউল ইসলামকে ফোন দিলে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে টঙ্গী ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ওসি হাবিল উদ্দিন বলেন, আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। শ্রমিকদের পাওনা আদায়ের ব্যাপারে পুলিশ যথাসম্ভব ভূমিকা রাখবে।