ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে ফের কনসেপ্ট পোশাক কারখানায় শ্রমিক অসুস্থ

মোঃ হানিফ হোসেন, গাজীপুর প্রতিনিধি
  • Update Time : ০৪:২৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / ১৩ Time View

অসুস্থ পোশাক শ্রমিকদের হাসপাতালে ভর্তি হয়।

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় মাস্কো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কনসেপ্ট পোশাক কারখানায় আবারও শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে কাজে যোগদানের পর হঠাৎ করে একাধিক শ্রমিক মাথা ঘোরা, বমি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পড়েন। এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা শেষে তারা সুস্থ হন। পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা গেছে, সকালে নিয়মিত কাজ শুরুর কিছু সময়ের মধ্যেই শ্রমিকদের মধ্যে অসুস্থতার উপসর্গ দেখা দেয়। হঠাৎ একের পর এক শ্রমিক মাথা ঘোরা ও বমি করতে থাকেন। এতে কাজের ফ্লোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থ শ্রমিকদের দ্রুত টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, অধিকাংশ শ্রমিক বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থা স্বাভাবিক হয়।

এ বিষয়ে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইকবাল চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরে কোথাও গ্যাস লিকেজ বা তীব্র গন্ধের কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে পারেন। এ ধরনের ঘটনায় বমি ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। তবে বিষয়টি বিস্তারিত পরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এদিকে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন খান বলেন, ঘটনার বিষয়টি আমরা শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে কি না এবং কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এডমিন ম্যানেজার সাজ্জাদ হোসেন অভিযোগগুলো নাকচ করে বলেন, এটি এক ধরনের গুজব থেকে সৃষ্ট ঘটনা। আমরা সব সময় শ্রমিকদের যথাযথ মূল্যায়ন ও সহযোগিতা করে থাকি। আমাদের প্রতিষ্ঠানে এমন কোনো ঘটনা ঘটেনি যার কারণে শ্রমিকরা আন্দোলনের মতো কিছুতে জড়াবে। আমাদের চেয়ারম্যান, এমডি ও কর্তৃপক্ষ সবাই ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের পাশে ছিলাম, আছি এবং থাকব।

উল্লেখযোগ্য বিষয় হলো—এই প্রতিষ্ঠানে বেতন নিয়ে কখনো কোনো অসন্তোষ দেখা যায়নি। আমরা নিজেরাও বুঝতে পারছি না কেন শ্রমিকদের মধ্যে এমন প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। তবে বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

উল্লেখ্য, এর আগেও গত ২৪ ডিসেম্বর একই কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রায় শতাধিক শ্রমিক। সে সময়ও বহু শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুই দিনের ব্যবধানে একই ধরনের ঘটনা পুনরায় ঘটায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। ঘটনার পর থেকে কারখানা ও আশপাশের এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

শ্রমিক ও স্থানীয়দের দাবি, বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে ফের কনসেপ্ট পোশাক কারখানায় শ্রমিক অসুস্থ

মোঃ হানিফ হোসেন, গাজীপুর প্রতিনিধি
Update Time : ০৪:২৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় মাস্কো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কনসেপ্ট পোশাক কারখানায় আবারও শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে কাজে যোগদানের পর হঠাৎ করে একাধিক শ্রমিক মাথা ঘোরা, বমি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পড়েন। এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা শেষে তারা সুস্থ হন। পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা গেছে, সকালে নিয়মিত কাজ শুরুর কিছু সময়ের মধ্যেই শ্রমিকদের মধ্যে অসুস্থতার উপসর্গ দেখা দেয়। হঠাৎ একের পর এক শ্রমিক মাথা ঘোরা ও বমি করতে থাকেন। এতে কাজের ফ্লোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থ শ্রমিকদের দ্রুত টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, অধিকাংশ শ্রমিক বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থা স্বাভাবিক হয়।

এ বিষয়ে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইকবাল চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরে কোথাও গ্যাস লিকেজ বা তীব্র গন্ধের কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে পারেন। এ ধরনের ঘটনায় বমি ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। তবে বিষয়টি বিস্তারিত পরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এদিকে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন খান বলেন, ঘটনার বিষয়টি আমরা শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে কি না এবং কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এডমিন ম্যানেজার সাজ্জাদ হোসেন অভিযোগগুলো নাকচ করে বলেন, এটি এক ধরনের গুজব থেকে সৃষ্ট ঘটনা। আমরা সব সময় শ্রমিকদের যথাযথ মূল্যায়ন ও সহযোগিতা করে থাকি। আমাদের প্রতিষ্ঠানে এমন কোনো ঘটনা ঘটেনি যার কারণে শ্রমিকরা আন্দোলনের মতো কিছুতে জড়াবে। আমাদের চেয়ারম্যান, এমডি ও কর্তৃপক্ষ সবাই ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের পাশে ছিলাম, আছি এবং থাকব।

উল্লেখযোগ্য বিষয় হলো—এই প্রতিষ্ঠানে বেতন নিয়ে কখনো কোনো অসন্তোষ দেখা যায়নি। আমরা নিজেরাও বুঝতে পারছি না কেন শ্রমিকদের মধ্যে এমন প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। তবে বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

উল্লেখ্য, এর আগেও গত ২৪ ডিসেম্বর একই কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রায় শতাধিক শ্রমিক। সে সময়ও বহু শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুই দিনের ব্যবধানে একই ধরনের ঘটনা পুনরায় ঘটায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। ঘটনার পর থেকে কারখানা ও আশপাশের এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

শ্রমিক ও স্থানীয়দের দাবি, বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।