টঙ্গীতে প্রতিবন্ধী মেয়েকে গণধর্ষণ করে ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে মামলা

- Update Time : ০৮:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ১৯৪ Time View
টঙ্গী আরিচপুর এলাকায় এক প্রতিবন্ধী মেয়েকে গণধর্ষণ করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার দুই জনকে আসামী করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) টঙ্গী পূর্ব থানায় এই মামলা হয়।
মামলার বাদী টঙ্গী পর্ব থানাধীন পূর্ব আরিচপুরের জামাই বাজার আঙ্গুুরের টেক এলাকার বাসিন্দা। মামলার আসামীরা হলেন, একই এলাকার মজিবুর রহমানের ছেলে মো: শামসুর রহমান (৪৩) ও জনৈক পুলা শেখের ছেলে আতিয়ার রহমান(৪৪)। মামলার বিবরণ থেকে জানা যায়, আসামীরা প্রতিবন্ধী ভিকটিমকে টঙ্গীর পাগার আটার কল এলাকায় একটি দোতলা বাসায় নিয়ে গণধর্ষণ করে। এসময় তারা গণধর্ষণের ভিডিও ধারণ করে পরবর্তী সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় বলে মামলার এজাহারে বলা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়