টঙ্গীতে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে নিহত

- Update Time : ০৬:৩৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ১২ Time View
গাজীপুরের টঙ্গী পোশাক শ্রমিক কে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় সোমবার টঙ্গীর পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর ভাই খাইরুল ইসলাম।
এর আগে রবিবার রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা এলাকার উত্তরা প্রবর্তন সিটি নামে আবাসিক প্রকল্পের ভিতরে এ ঘটনা ঘটে।
নিহত নাম আলীমুল ইসলাম (২২) সে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ময়নাগুটি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম কালিমুদ্দিন। তিনি টঙ্গী পশ্চিম থানার আদি মুদাফা এলাকায় ভাড়া থাকতেন এবং স্থানীয় মজুমদার গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন।
টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার গ্রহণ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা যাচ্ছে না।
স্থানীয় সূত্র জানায়, রোববার রাত পৌনে আটটার দিকে হঠাৎ ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ও প্রবর্তন সিটির নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে একটি ফাঁকা জায়গায় আলীমুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারানা বিনতে আনোয়ার বলেন, রাত ৮টার কিছু পর তাঁকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হই, তিনি আগে থেকেই মৃত। তাঁর বুকে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের উদ্দেশ্যে আলীমুল ও কয়েকজন উত্তরা প্রবর্তন সিটির প্রকল্প এলাকায় যান। এ সময় কোনো একপর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার এন এম নাসির উদ্দিন বলেন, আমরা বেশ কিছু আলামত ও তথ্য উপাত্ত ইতোমধ্যেই সংগ্রহ করেছি তদন্ত স্বার্থে এখন কোন কিছুই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আশা করি খুব দ্রুতই এই ঘটনার রহস্য উন্মোচন ও অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উত্তরা প্রবর্তন সিটি এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলে আসছে। তাঁদের ভাষ্য, প্রকল্পটির চারপাশে কোনো সুরক্ষা বেষ্টনী না থাকায় এটি অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। তাঁরা দ্রুত নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়