ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

মোঃ হানিফ হোসেন, টঙ্গী প্রতিনিধি
  • Update Time : ০৭:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৭ Time View

গাজীপুরের টঙ্গী রেলওয়ে থানাধীন এলাকায় পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ও রাতে টঙ্গী রেলস্টেশন রোড এবং বৌবাজার রেলগেট এলাকায় এই ঘটনাগুলো ঘটে। সকালে টঙ্গী রেলস্টেশন রোড থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। প্রথমে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে পরিচয় জানা যায়। নিহতের নাম মো. জামাল উদ্দীন (৭৭)। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর জন্ম ১৯৪৮ সালের ২০ মে। পিতা আব্দুল কুদ্দুস, মাতা সুফিয়া খাতুন। স্থায়ী ঠিকানা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কলাকান্দা গ্রাম এবং বর্তমান ঠিকানা নরসিংদী সদর উপজেলার ভাটপাড়া। এ ঘটনায় টঙ্গী রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১২৫) করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই দিনে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে টঙ্গী বৌবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত মহিলার মৃত্যু হয়। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি দুর্ঘটনা হিসেবেই ঘটেছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠিয়েছে। এখনো তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এস,আই মোহাম্মদ আলী জিন্না বলেন, উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য রেলওয়ে ফাঁড়ির নিয়ম অনুযায়ী শহীদ তাজউদ্দিদীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, উভয় ঘটনাই দুর্ঘটনাজনিত এবং এতে আইনশৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

মোঃ হানিফ হোসেন, টঙ্গী প্রতিনিধি
Update Time : ০৭:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গী রেলওয়ে থানাধীন এলাকায় পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ও রাতে টঙ্গী রেলস্টেশন রোড এবং বৌবাজার রেলগেট এলাকায় এই ঘটনাগুলো ঘটে। সকালে টঙ্গী রেলস্টেশন রোড থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। প্রথমে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে পরিচয় জানা যায়। নিহতের নাম মো. জামাল উদ্দীন (৭৭)। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর জন্ম ১৯৪৮ সালের ২০ মে। পিতা আব্দুল কুদ্দুস, মাতা সুফিয়া খাতুন। স্থায়ী ঠিকানা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কলাকান্দা গ্রাম এবং বর্তমান ঠিকানা নরসিংদী সদর উপজেলার ভাটপাড়া। এ ঘটনায় টঙ্গী রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১২৫) করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই দিনে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে টঙ্গী বৌবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত মহিলার মৃত্যু হয়। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি দুর্ঘটনা হিসেবেই ঘটেছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠিয়েছে। এখনো তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এস,আই মোহাম্মদ আলী জিন্না বলেন, উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য রেলওয়ে ফাঁড়ির নিয়ম অনুযায়ী শহীদ তাজউদ্দিদীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, উভয় ঘটনাই দুর্ঘটনাজনিত এবং এতে আইনশৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি।