টঙ্গীতে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড
- Update Time : ০৫:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ৬১ Time View
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন ৪৬ নম্বর ওয়ার্ডের চেরাগআলী এলাকার দারুল উলুম মাদ্রাসার সামনে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির প্রায় ৫০ শতাংশ অংশ আগুনে পুড়ে যায়। রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটি লাল-সবুজ পরিবহনের, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৮৯৫২।
বাসটির মালিক মোহাম্মদ এটিএম মিজানুর রহমান। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই বাসটি নির্ধারিত স্থানে পার্কিং করা হয়। বাসের হেলপার ভেতরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ওই কয়েল থেকেই প্রথমে বাসের সিটে আগুন লাগে।পরে তা ধীরে ধীরে বাসের পেছনের অংশে ছড়িয়ে পড়ে। হেলপারের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাটি টের পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
ভোর ৪টা ৪৫ মিনিটে সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ফলে বাসটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় কিছু সময় আতঙ্ক বিরাজ করে।



























































































































































































