টঙ্গীতে পরকীয়ার জেরে যুবক খুন: সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

- Update Time : ০৫:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ১১০৯ Time View
গাজীপুরের টঙ্গীতে পরকীয়ার জেরে ছুরিকাঘাতে যুবক কামরুল হত্যা মামলার মূল আসামী সাবেক ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদকে (৩২) গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে জয়পুরহাটের পাঁচ বিবি সিমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাব্বির টঙ্গীর দত্তপাড়া প্রাইমারি স্কুল রোড এলাকার মৃত আবু তাহেরের ছেলে। হত্যাকান্ডের পর থেকে পলাতক ছিলেন তিনি।
পুলিশ জানায়, টঙ্গীর দত্তপাড়া দিঘির পার এলাকায় গত শনিবার সকালে নিহত কামরুলকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে সাব্বির। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এঘটনায় টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। ঘটনার সাথে সরাসরি জড়িত নারী আসামী সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় জয়পুরহাট জেলার সিমান্তবর্তী এলাকা থেকে মূল আসামী সাব্বিরকে গ্রেপ্তার করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক মেহেদী হাসান।
জানা যায়, আসামী সুলতানার সাথে পরকীয়া সম্পর্কে জের ধরে প্রেমিক কামরুলকে হত্যা করে তার স্বামী সাবেক ছাত্রলীগ নেতা সাব্বির।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামী সাব্বিরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করে হবে।
টঙ্গীতে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়