ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে কুবির এক শিক্ষক ও এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, ভুয়া ‘মেজর’ আটক মগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

টঙ্গীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

জাহাঙ্গীর আকন্দ
  • Update Time : ০৫:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • / ৩৪০ Time View

পূর্ব ঘোষণা অনুযায়ী নিরাপদ সড়কের দাবি জানিয়ে মানববন্ধন ও অবরোধ করেছে টঙ্গীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রোববার সকাল এগারোটা ১৫মিনিটে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট এলাকায় সড়কের উভয় পাশে মানববন্ধন করেছে হাজারো শিক্ষার্থীরা। পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ঢাকা থেকে ময়মনসিংহগামী লেন বন্ধ করে অবরোধ করে সড়কে অবস্থান নেয়।

এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয় । পরে সড়ক অবরোধ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে যানবাহনের সারি প্রায় এক কিলোমিটার দীর্ঘ হয়।

তথ্য বলছে, টঙ্গীর কলেজ গেট এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫হাজারের ও বেশি ছাত্রছাত্রীদের প্রতিদিন সড়ক পারাপার হতে হয়। দীর্ঘদিন যাবৎ সড়ক পারাপারে ওই স্থানটিতে ফুটওভারব্রিজ স্থাপন কিংবা জেব্রা ক্রসিংয়ের দাবি জানিয়ে আসলেও বিষয়টিতে নজর দেননি কর্তৃপক্ষ। ওই স্থানে সড়ক পারাপার কিংবা গণপরিবহনে উঠতে গিয়ে গত দশ বছরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্তত ১৮জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ রোববার(১৬ জুলাই) সকালে হোসেন মার্কেট এলাকায় একটি বেসরকারি কোম্পানির নারী বিক্রয় কর্মকর্তার মৃত্যু হয়।

এর আগে গত বৃহস্পতিবার(১৩ জুলাই) একই স্থানে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সুহাদ মাহমুদ ফাহিমের মৃত্যু হয়।

এরই প্রতিবাদে শুক্রবার বিকেলে সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন করে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রোবাবার সকালে সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে মানববন্ধনে অংশ নেয় হাজারো শিক্ষার্থী।

মানববন্ধনে শিক্ষার্থীরা চারটি দাবি জানায়।দাবি গুলো হলো- টঙ্গীর চেরাগাআলী, কলেজগেট, হোসেন মার্কেট ও বড় বাড়ি এলাকায় স্পিড ব্রেকার(গতি রোধক) দিতে হবে,চেরাগ আলী, কলেজ গেট,হোসেন মার্কেট এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণ করতে হবে,ব্রিজ হওয়ার আগে ট্রাফিক ব্যবস্থা জেরদার করতে হবে,স্পিড ব্রেকার(গতি রোধক) নির্মানের কাজ শেষ না হওয়া পর্যন্ত বি আর টি প্রকল্পের মাঝের লেন বন্ধ করতে হবে।

মানববন্ধনে অংশ নিয়ে শফিউদ্দিন সরকার একাডেমির শিক্ষার্থী আফসানা বিনতে মারিন বলেন,গত বৃহস্পতিবার বাস চাপায় তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। প্রায়ই এই স্থানে কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী দুর্ঘটনার স্বীকার হচ্ছে। আমরা চার দফা জানিয়ে আজ মানববন্ধন করছি।

টঙ্গী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফিরোজ লাভলু বলেন, এ সমস্যাটি প্রায় এক দশকের।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কখনো এ বিষয়ে গুরুত্ব দেয়নি। প্রায়ই ছাত্রছাত্রীরা আহত হচ্ছে। মারা যাচ্ছে। আমরা মানববন্ধন শেষে সড়ক অপরাধ করি। পরে পুলিশ আমাদের সরব থেকে সরিয়ে দেয়। মানববন্ধনে যোগ দিয়ে শিক্ষার্থী আহত: সকালে মানববন্ধনে অংশ নিতে এসে আলিফ(১৪) নামে এক স্কুল শিক্ষার্থী বাসের ধাক্কায় আহত হন। আলিফ টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের নবম শ্রেণীর ছাত্র। পরে উদ্ধার করে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

মানববন্ধনে বিএনপি নেতার অংশগ্রহণ: শিক্ষার্থীদের চারদফা দাবিতে করা মানববন্ধনে যোগ দেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ঘরানা স্বতন্ত্র মেয়র প্রার্থী (হাতি প্রতিক) পদে সরকার শাহনূর ইসলাম রনি।এ সময় তার সঙ্গে বিএনপি নেতা কর্মীরা মানববন্ধনে অংশ নেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ উপ পুলিশ কমিশনার (অপরাধ) দক্ষিণ মো.মাহবুব উজ-জামান বলেন, সকালে হাজারো শিক্ষার্থী মহাসড়কের মানববন্ধনে অংশ নিয়েছে।

তবে মানববন্ধনে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণের প্রশ্নে তিনি বলেন,একজন মানুষ হিসবে যে কেউ চাইলে এ আন্দোলনের সাথে অংশগ্রহণ করতে পারে।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

জাহাঙ্গীর আকন্দ
Update Time : ০৫:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩

পূর্ব ঘোষণা অনুযায়ী নিরাপদ সড়কের দাবি জানিয়ে মানববন্ধন ও অবরোধ করেছে টঙ্গীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রোববার সকাল এগারোটা ১৫মিনিটে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট এলাকায় সড়কের উভয় পাশে মানববন্ধন করেছে হাজারো শিক্ষার্থীরা। পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ঢাকা থেকে ময়মনসিংহগামী লেন বন্ধ করে অবরোধ করে সড়কে অবস্থান নেয়।

এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয় । পরে সড়ক অবরোধ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে যানবাহনের সারি প্রায় এক কিলোমিটার দীর্ঘ হয়।

তথ্য বলছে, টঙ্গীর কলেজ গেট এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫হাজারের ও বেশি ছাত্রছাত্রীদের প্রতিদিন সড়ক পারাপার হতে হয়। দীর্ঘদিন যাবৎ সড়ক পারাপারে ওই স্থানটিতে ফুটওভারব্রিজ স্থাপন কিংবা জেব্রা ক্রসিংয়ের দাবি জানিয়ে আসলেও বিষয়টিতে নজর দেননি কর্তৃপক্ষ। ওই স্থানে সড়ক পারাপার কিংবা গণপরিবহনে উঠতে গিয়ে গত দশ বছরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্তত ১৮জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ রোববার(১৬ জুলাই) সকালে হোসেন মার্কেট এলাকায় একটি বেসরকারি কোম্পানির নারী বিক্রয় কর্মকর্তার মৃত্যু হয়।

এর আগে গত বৃহস্পতিবার(১৩ জুলাই) একই স্থানে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সুহাদ মাহমুদ ফাহিমের মৃত্যু হয়।

এরই প্রতিবাদে শুক্রবার বিকেলে সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন করে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রোবাবার সকালে সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে মানববন্ধনে অংশ নেয় হাজারো শিক্ষার্থী।

মানববন্ধনে শিক্ষার্থীরা চারটি দাবি জানায়।দাবি গুলো হলো- টঙ্গীর চেরাগাআলী, কলেজগেট, হোসেন মার্কেট ও বড় বাড়ি এলাকায় স্পিড ব্রেকার(গতি রোধক) দিতে হবে,চেরাগ আলী, কলেজ গেট,হোসেন মার্কেট এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণ করতে হবে,ব্রিজ হওয়ার আগে ট্রাফিক ব্যবস্থা জেরদার করতে হবে,স্পিড ব্রেকার(গতি রোধক) নির্মানের কাজ শেষ না হওয়া পর্যন্ত বি আর টি প্রকল্পের মাঝের লেন বন্ধ করতে হবে।

মানববন্ধনে অংশ নিয়ে শফিউদ্দিন সরকার একাডেমির শিক্ষার্থী আফসানা বিনতে মারিন বলেন,গত বৃহস্পতিবার বাস চাপায় তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। প্রায়ই এই স্থানে কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী দুর্ঘটনার স্বীকার হচ্ছে। আমরা চার দফা জানিয়ে আজ মানববন্ধন করছি।

টঙ্গী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফিরোজ লাভলু বলেন, এ সমস্যাটি প্রায় এক দশকের।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কখনো এ বিষয়ে গুরুত্ব দেয়নি। প্রায়ই ছাত্রছাত্রীরা আহত হচ্ছে। মারা যাচ্ছে। আমরা মানববন্ধন শেষে সড়ক অপরাধ করি। পরে পুলিশ আমাদের সরব থেকে সরিয়ে দেয়। মানববন্ধনে যোগ দিয়ে শিক্ষার্থী আহত: সকালে মানববন্ধনে অংশ নিতে এসে আলিফ(১৪) নামে এক স্কুল শিক্ষার্থী বাসের ধাক্কায় আহত হন। আলিফ টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের নবম শ্রেণীর ছাত্র। পরে উদ্ধার করে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

মানববন্ধনে বিএনপি নেতার অংশগ্রহণ: শিক্ষার্থীদের চারদফা দাবিতে করা মানববন্ধনে যোগ দেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ঘরানা স্বতন্ত্র মেয়র প্রার্থী (হাতি প্রতিক) পদে সরকার শাহনূর ইসলাম রনি।এ সময় তার সঙ্গে বিএনপি নেতা কর্মীরা মানববন্ধনে অংশ নেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ উপ পুলিশ কমিশনার (অপরাধ) দক্ষিণ মো.মাহবুব উজ-জামান বলেন, সকালে হাজারো শিক্ষার্থী মহাসড়কের মানববন্ধনে অংশ নিয়েছে।

তবে মানববন্ধনে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণের প্রশ্নে তিনি বলেন,একজন মানুষ হিসবে যে কেউ চাইলে এ আন্দোলনের সাথে অংশগ্রহণ করতে পারে।