টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার মা

- Update Time : ০৫:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / ১০৫ Time View
গাজীপুরের টঙ্গীতে দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের মা আলেয়া বেগম (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে ঘটা এ মর্মান্তিক হত্যাকাণ্ডের পর শনিবার টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নম্বর–৩৪ গ্রেপ্তার আলেয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার জয়কালীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ঘটনার পর আলেয়া বেগমের কথাবার্তা ছিল অসংলগ্ন এবং তার হাতে ছিল তাজা কাটা দাগ। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, ঘরে থাকা বটি দিয়ে তিনি তার দুই সন্তানকে হত্যা করেছেন।
নিহতদের স্বজনরা জানায়, আলেয়া বেগম দীর্ঘদিন ধরে মাইগ্রেন সমস্যায় ভুগছিলেন। তবে তার মানসিক সমস্যা ছিল কি না, তা নিশ্চিত করে বলা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-
পুলিশ কমিশনার এনএম নাসির উদ্দিন বলেন,ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কেন বা কী কারণে মা নিজ সন্তানদের হত্যা করলেন, তা জানার চেষ্টা চলছে। এঘটনায় নিহতের মাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ শেষে রবিবার আদালতে পাঠানো হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়