ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নেসকোতে প্রকৌশলী রোকনের গ্রেপ্তারের দাবিতে লংমার্চ ঘোষণা মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাংচুরের অভিযোগ ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন মুনিয়া হত্যাকাণ্ডে আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি টাকা নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য ! জামাতের গায়ে ছুঁচোর গন্ধ বনাম নির্বাচন বানচালের নতুন তত্ত্ব “পি আর”  ফরিদপুরের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী চুন্নু লাগামহীন দুর্নীতির পরও বহাল তবিয়তে হাত বেঁধে-মুখ ঢেকে নৌকায় চাপিয়ে জোর করে সাগরে ফেলা হয়

টঙ্গীতে দুই বস্তা বিদেশি সিগারেটসহ গ্রেফতার ১

মো: হানিফ হোসেন, টঙ্গী
  • Update Time : ০১:১৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ২৫ Time View

গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে রেলস্টেশন ফাঁড়ি পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম বুলবুল (৬০)।

তিনি নীলফামারী জেলার জলডাঙ্গা থানার উত্তর দেশি ভাই গ্রামের মৃত কচুর উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ এস,আই মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে বুলবুলকে আটক করা হয়।

তার কাছ থেকে দুই বস্তা বিদেশি সিগারেট (মোট ১,৬৮০ প্যাকেট) উদ্ধার করা হয়।

এসআই মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা বুলবুলকে গ্রেফতার করি। তার কাছ থেকে দুই বস্তা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের ধারণা, উদ্ধারকৃত এসব বিদেশি সিগারেট অবৈধভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করার পরিকল্পনা ছিল। তবে এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে টঙ্গী রেলস্টেশন ফাঁড়ি পুলিশ নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে দুই বস্তা বিদেশি সিগারেটসহ গ্রেফতার ১

মো: হানিফ হোসেন, টঙ্গী
Update Time : ০১:১৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে রেলস্টেশন ফাঁড়ি পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম বুলবুল (৬০)।

তিনি নীলফামারী জেলার জলডাঙ্গা থানার উত্তর দেশি ভাই গ্রামের মৃত কচুর উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ এস,আই মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে বুলবুলকে আটক করা হয়।

তার কাছ থেকে দুই বস্তা বিদেশি সিগারেট (মোট ১,৬৮০ প্যাকেট) উদ্ধার করা হয়।

এসআই মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা বুলবুলকে গ্রেফতার করি। তার কাছ থেকে দুই বস্তা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের ধারণা, উদ্ধারকৃত এসব বিদেশি সিগারেট অবৈধভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করার পরিকল্পনা ছিল। তবে এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে টঙ্গী রেলস্টেশন ফাঁড়ি পুলিশ নিশ্চিত করেছে।