টঙ্গীতে দুই বস্তা বিদেশি সিগারেটসহ গ্রেফতার ১
- Update Time : ০১:১৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ২৯০ Time View
গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে রেলস্টেশন ফাঁড়ি পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম বুলবুল (৬০)।
তিনি নীলফামারী জেলার জলডাঙ্গা থানার উত্তর দেশি ভাই গ্রামের মৃত কচুর উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ এস,আই মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে বুলবুলকে আটক করা হয়।
তার কাছ থেকে দুই বস্তা বিদেশি সিগারেট (মোট ১,৬৮০ প্যাকেট) উদ্ধার করা হয়।
এসআই মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা বুলবুলকে গ্রেফতার করি। তার কাছ থেকে দুই বস্তা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের ধারণা, উদ্ধারকৃত এসব বিদেশি সিগারেট অবৈধভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করার পরিকল্পনা ছিল। তবে এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে টঙ্গী রেলস্টেশন ফাঁড়ি পুলিশ নিশ্চিত করেছে।














































































































































































