টঙ্গীতে তামীরুল মিল্লাত সাংবাদিক ফোরামে সাপ্তাহিক সাংবাদিকতা ক্লাস শুরু

- Update Time : ০৭:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ৯৬ Time View
গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তামীরুল মিল্লাত কামিল মাদরাসার সাংবাদিক ফোরামের উদ্যোগে সাপ্তাহিক সাংবাদিকতা ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক ভবনে এ ক্লাস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তা’মীরুল মিল্লাত সাংবাদিক ফোরামের পরিচালক মাহমুদুল হাসান। প্রধান মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক ও সাবেক যমুনা টিভি সাংবাদিক মহিন উদ্দিন রিপন। বিশেষ মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন দ্যা ডেইলি ক্যাম্পাস পত্রিকার সাংবাদিক এবং সাংবাদিক ফোরামের সাবেক পরিচালক মির্জা নাদিম। ক্লাসটি সঞ্চালনা করেন সাংবাদিক ফোরামের সহকারী পরিচালক মো. সাব্বির হোসাইন।
কর্মশালায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। হাতে-কলমে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। দুই ঘণ্টাব্যাপী এই ক্লাসে সংবাদ লেখার কৌশল, টেলিভিশন সাংবাদিকতা ও প্রিন্ট মিডিয়ার বাস্তব অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, তরুণ শিক্ষার্থীদের সাংবাদিকতা বিষয়ে দক্ষ ও সচেতন করে তোলাই এই সাপ্তাহিক ক্লাসের মূল উদ্দেশ্য।