টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার
- Update Time : ০৪:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৩৭ Time View
গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ২০ মামলার আসামি কামরুজ্জামান খন্দকার শাওন (৩৫) সহ ৪ জনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন—জব্বার খা জয় (২৮), ইসমাইল হোসেন (২৫) ও হযরত আলী (২০)।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন হিমার দিঘি হকের মোড় এলাকায় কোকাকোলা গেটের পাশ থেকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) এস এম মেহেদী হাসান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি—ওই এলাকায় কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়েছে। খবর পেয়ে অভিযান চালালে চারজনকে আটক করা সম্ভব হয়, তবে আরও ৮-১০ জন সঙ্গী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি সুইচ গিয়ার ও তিনটি দেশীয় চাকু জব্দ করা হয়।
এসআই মেহেদী আরও জানান, গ্রেপ্তারকৃত শাওনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। অন্যদিকে জব্বার খা জয়ের বিরুদ্ধেও হত্যা মামলা চলমান।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



























































































































































































