টঙ্গীতে ট্রাভেল ব্যাগে অজ্ঞাত পুরুষের লাশ

- Update Time : ০৫:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ৩৫ Time View
গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) সকালে হাজীর বিরানির সামনে রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা বিষয়টি টঙ্গী পূর্ব থানা পুলিশকে জানায়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগটি খুলে এক অজ্ঞাতপরিচয় পুরুষের মরদেহ দেখতে পায়। ধারণা করা হচ্ছে, রাতের শেষ প্রহরে কেউ বা কারা ব্যাগটি সেখানে ফেলে রেখে গেছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদুল ইসলাম বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি। এটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।