টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

- Update Time : ০৬:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ৩২৮ Time View
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ড গাজীপুরা বাশপট্টি এলাকায় অবৈধভাবে ড্রেন ভরাট করণের কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও প্রতিবন্ধকতা নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
আজ (৩ জুন) সকালে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল ১ এর নির্বাহী প্রোকৌশলী মোঃ আশরাফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী প্রোকৌশলী মোঃ আশরাফ হোসেন জানান, ২০০৫-২০০৬ সালে ইউসেপ থেকে নির্মিত টঙ্গী অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে গাজীপুরা বাশপট্টি এলাকায় নির্মিত ড্রেন কিছু দুষ্কৃতিকারীরা তাদের নিজস্ব স্বার্থ উদ্ধারে ড্রেনটি ভরাট করে রাস্তা নির্মাণ করে। এই ড্রেনটি দখল করে রাস্তা নির্মাণের ফলে টঙ্গীর বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগকে পরিণত হয়েছে। অবৈধ দখলদার থেকে পুনরুদ্ধার করার জন্য আজকের এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের মধ্যেই আমরা এ উচ্ছেদ অভিযান সম্পন্ন করবো এবং অবৈধ দখলদার এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।