ঢাকা ১২:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, প্রাণনাশের হুমকি

মোঃ হানিফ হোসেন, টঙ্গী
  • Update Time : ০৩:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / ৩৫৪ Time View

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার সাতাইশ মধ্য পাড়া এলাকায় জমি দখল, চাঁদাবাজি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ সাত্তার খান।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ সাত্তার খান তার নিজ মালিকানাধীন চার শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ১১ জুলাই দুপুরে একই এলাকার আব্দুর রশিদ, সাজিদ, সাগর, সাত্তার মিয়া, মোজাম্মেল লস্কর, শান্ত, বজলুর রহমান, দিন আমীন, জোবায়ের, রিয়াদ, জোনায়েদ ও মোবারেক (মশারী) সহ মোট ১২ জন তার কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রের মুখে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন এবং জমির বাউন্ডারির গেটের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন।

ভুক্তভোগী সাত্তার খান আশঙ্কা করছেন, অভিযুক্তরা যেকোনো সময় তার উপর হামলা চালাতে পারে কিংবা বড় ধরনের ক্ষতি করতে পারে। তিনি বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাত্তার খান আরও জানান, আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারী মোজাম্মেল লস্করের নির্দেশেই এ চাঁদাবাজি ও দখলচেষ্টা সংঘটিত হয়েছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, প্রাণনাশের হুমকি

মোঃ হানিফ হোসেন, টঙ্গী
Update Time : ০৩:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার সাতাইশ মধ্য পাড়া এলাকায় জমি দখল, চাঁদাবাজি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ সাত্তার খান।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ সাত্তার খান তার নিজ মালিকানাধীন চার শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ১১ জুলাই দুপুরে একই এলাকার আব্দুর রশিদ, সাজিদ, সাগর, সাত্তার মিয়া, মোজাম্মেল লস্কর, শান্ত, বজলুর রহমান, দিন আমীন, জোবায়ের, রিয়াদ, জোনায়েদ ও মোবারেক (মশারী) সহ মোট ১২ জন তার কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রের মুখে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন এবং জমির বাউন্ডারির গেটের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন।

ভুক্তভোগী সাত্তার খান আশঙ্কা করছেন, অভিযুক্তরা যেকোনো সময় তার উপর হামলা চালাতে পারে কিংবা বড় ধরনের ক্ষতি করতে পারে। তিনি বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাত্তার খান আরও জানান, আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারী মোজাম্মেল লস্করের নির্দেশেই এ চাঁদাবাজি ও দখলচেষ্টা সংঘটিত হয়েছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।