টঙ্গীতে ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারী গ্রেফতার

- Update Time : ০৮:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ২৪৯ Time View
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় মোটরসাইকেলযোগে ছিনতাইয়ের সময় সুইচ গিয়ার চাকু ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পশ্চিম থানা পুলিশ।
রবিবার ২৫ তারিখ রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি টহলরত টিম ছিনতাই এর প্রস্তুতি কালে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো—গাজীপুর গাছা চান্দুরা এলাকার হুমায়ুন খানের ছেলে (তিতাস খান ৩৪)। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।অপরজন নাটোরের সিংড়া থানার চৌগ্রাম এলাকার মৃত আজাহার প্রামাণিক এর ছেলে আলিফ (৩৬)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান টঙ্গী পশ্চিম থানা এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা ছিনতাই কাজে ব্যবহার করা হতো। তাদের বিরুদ্ধে মামলা রজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।