টঙ্গীতে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

- Update Time : ০৯:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ২৮২ Time View
গাজীপুরে টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে কামরুল ইসলাম (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাব্বির নামে এক ছাত্রলীগের নেতার বিরুদ্ধে। ঘটনার সাথে জড়িত এক নারীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
নিহত কামরুল টঙ্গীর এরশাদ নগর এলাকার ৩ নং ব্লকের দুলাল মিয়ার ছেলে। গ্রেফতারকৃত নারী আসামীর নাম সুলতানা বেগম(৩০)। তিনি আসামী সাব্বিরের স্ত্রী। আসামী সাব্বির ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
মামলা সূত্রে জানা যায় শনিবার সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে টঙ্গী দত্তপাড়া দিঘীর পাড় দারুল আহসান মাদানিয়া মাদ্রাসার সামনে ছাত্রলীগ নেতা সাব্বির (৩১) ও সুলতানা বেগম (৩০) পূর্ব শত্রুতার জেরে কামরুলের গতিরোধ করে। একপর্যায়ে সাব্বিরের হাতে থাকা সুইচ গিয়ার (ছুরি) দিয়ে কামরুলের ওপর আতর্কিত হামলা করে সে। এ সময় সুলতানা রড দিয়ে কামরুলের মাথায় আঘাত করলে সে গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামরুলের মৃত্যু হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। তবে স্থানীয়দের দাবি পরকীয়া প্রেমের সূত্র ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।