টঙ্গীতে চিরুনি অভিযানে ৬০ জন গ্রেফতার

- Update Time : ০৫:৩৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ৮৭ Time View
গাজীপুরের টঙ্গীতে ছিনতাই, চুরি ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার যৌথ উদ্যোগে চালানো বিশেষ অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ বলছে, সম্প্রতি টঙ্গীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় এ অভিযান চালানো হয়। বিশেষ করে রাস্তাঘাট, মার্কেট এলাকা ও বাসস্ট্যান্ডে ছিনতাই, চুরি ও চাঁদাবাজির অভিযোগে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছিলেন। এই প্রেক্ষাপটেই অভিযান পরিচালনা করা হয়।
পূর্ব থানায় আটক ৩৭ জন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম জানান, “আমার থানার আওতাধীন এলাকায় ৩৭ জনকে আটক করা হয়েছে। তারা সবাই ছিনতাই, চুরি, মাদক ব্যবসা কিংবা চাঁদাবাজির মতো অপরাধে জড়িত। কাউকে রাজনৈতিক বিবেচনায় নয়, শুধুমাত্র অপরাধের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আটক করা হয়েছে। আমরা এলাকাকে নিরাপদ রাখতে এই ধরনের অভিযান অব্যাহত রাখব। পশ্চিম থানায় গ্রেফতার ২৩ জন।
পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন,”পশ্চিম থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আমরা ২৩ জনকে গ্রেফতার করেছি। তারা দীর্ঘদিন ধরে নানা অপরাধের সঙ্গে যুক্ত। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে। এলাকাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা নিয়মিতভাবে এই অভিযান পরিচালনা করব।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের প্রত্যেকের নাম-পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। যাচাই শেষে সবাইকে আদালতে পাঠানো হবে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, এ অভিযানের ফলে টঙ্গীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে।
পুলিশ আরো জানিয়েছেন, এ ধরনের বিশেষ অভিযান টঙ্গী অঞ্চলে নিয়মিত পরিচালনা করা হবে যাতে অপরাধীরা কোনোভাবেই ছাড় না পায় এবং এলাকাটি বসবাসের উপযোগী থাকে।