ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
এসএসসি পরীক্ষা: মোরেলঞ্জে দায়িত্ব অবহেলার কারনে ৯ শিক্ষককে বহিস্কার চীনের উপহারের হাসপাতাল নির্মাণের লক্ষ্যে রংপুরে তিস্তা এলাকা পরিদর্শন জাতীয় প্রেস ক্লাবে অবিলম্বে নির্বাচন দাবি জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনার সিরিজ অনুষ্ঠিত কুবির ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা  টঙ্গীতে গাড়ির ধাক্কায় টাইলস মিস্ত্রি নিহত উখিয়ার সেই ১৩ শিক্ষার্থী পরীক্ষায় বসছেন! চতুর্থ বিয়ে নিয়ে কথা কাটাকাটি : ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন কোম্পানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের যোগসাজশে চলছে আ.লীগ নেতার ইটভাটা মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী

টঙ্গীতে গাড়ির ধাক্কায় টাইলস মিস্ত্রি নিহত

মোঃ হানিফ হোসেন, টঙ্গী প্রতিনিধি
  • Update Time : ০২:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / ১১ Time View

গাজীপুরে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় মিন্টু হোসেন (৩৮) নামে এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ছয়গড়ী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার উপকণ্ঠ টঙ্গীতে ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে কাজে যাচ্ছিলেন মিন্টু। হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ একটি অজ্ঞাত যানবাহন তাঁকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কা এতটাই প্রচণ্ড ছিল যে, মিন্টুর মাথা থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত পুলিশকে জানায়। সকালেই জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের সহকর্মীরা জানান, মিন্টু একজন পরিশ্রমী ও অমায়িক মানুষ ছিলেন। ঢাকায় টাইলসের কাজ করে পরিবার চালাতেন। তাঁর হঠাৎ মৃত্যুতে সহকর্মীরা শোকাহত। মিন্টুর পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই সন্তান। স্বামীর মৃত্যু সংবাদে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সফিউল আলম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই। বর্তমানে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ গাড়িটির পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে গাড়ির ধাক্কায় টাইলস মিস্ত্রি নিহত

মোঃ হানিফ হোসেন, টঙ্গী প্রতিনিধি
Update Time : ০২:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

গাজীপুরে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় মিন্টু হোসেন (৩৮) নামে এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ছয়গড়ী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার উপকণ্ঠ টঙ্গীতে ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে কাজে যাচ্ছিলেন মিন্টু। হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ একটি অজ্ঞাত যানবাহন তাঁকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কা এতটাই প্রচণ্ড ছিল যে, মিন্টুর মাথা থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত পুলিশকে জানায়। সকালেই জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের সহকর্মীরা জানান, মিন্টু একজন পরিশ্রমী ও অমায়িক মানুষ ছিলেন। ঢাকায় টাইলসের কাজ করে পরিবার চালাতেন। তাঁর হঠাৎ মৃত্যুতে সহকর্মীরা শোকাহত। মিন্টুর পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই সন্তান। স্বামীর মৃত্যু সংবাদে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সফিউল আলম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই। বর্তমানে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ গাড়িটির পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।