টঙ্গীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল

- Update Time : ০৮:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / ২৪ Time View
টঙ্গীতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। হোসেন মার্কেট লেদু মোল্লা খা বাড়ি জামে মসজিদে এ আয়োজন করা হয়।
হোসেন মার্কেট লেদু মোল্লা রোডের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও লেদু মোল্লা খা বাড়ি জামে মসজিদ কমিটির সাধারণ মো. জাহাঙ্গীর আলমের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার অনলাইনে সংযুক্ত হয়ে দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলেক, ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক নেতা মোমেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, সাবেক ছাত্রনেতা মোঃ শাহীন হোসেন, ৪৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজিম হোসেন, মজিবুর রহমান, ৪৮ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ রনি, বিএনপি নেতা বি এম শামীমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনেরনেতা কর্মীরা।
ইফতারে আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও দেশের এই ক্রান্তিলগ্নে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।