টঙ্গীতে কলেজে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী

- Update Time : ০৬:৩০:০১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ৩১৮ Time View
গাজীপুরের শিল্পনগরী টঙ্গী সরকারি কলেজের ৬তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন অনষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি।
টঙ্গী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অথিতি ছিলেন, সরকারি কলেজসমুহের বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের পরিচালক প্রফেসর ড, খন্দকার মুজাহিদুল হক, টঙ্গী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন, গাজীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী পরিচালক মো. আসিফুর রহমান, ৬তলা একডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন কমিটির আহবায়ক মো. নাজমুল হক, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড, মো. আবুল কালাম আজাদ, গাজীমহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু, টঙ্গী কলেজ ছাত্রলীগের আহবায়ক সেলিম খান, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শিশির, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহাজাদা সেলিম লিটন, পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শফিক তালুকদার প্রমুখ।