ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

টঙ্গীতে উপদেষ্টার গাড়ি অবরুদ্ধ

মোঃ হানিফ হোসেন,টঙ্গী 
  • Update Time : ০৭:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / ১৭৫ Time View

গাজীপুরের টঙ্গী শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ও মৈত্রী শিল্প পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তিনি শিল্প কমপ্লেক্সে পরিদর্শনে আসেন। আগমনের পর ট্রাস্ট ও মৈত্রী শিল্পের প্রতিনিধিরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

পরে উপদেষ্টা মৈত্রী শিল্পের বিভিন্ন স্থাপনা, উৎপাদন ইউনিট ও প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন। পরিদর্শন শেষে মুক্তা ড্রিংকিং ওয়াটার কারখানায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, মুক্তা পানি বাণিজ্যিকভাবে উন্নত মানে উৎপাদন নিশ্চিত করতে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এই ব্র্যান্ডকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। মৈত্রী শিল্পকে আরও সুশৃঙ্খলভাবে ও টেকসইভাবে এগিয়ে নিতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আমি যদিও ইঞ্জিনিয়ার নই, তবে কাজের মান ও গুণগত দিকের প্রতি আমার বিশেষ মনোযোগ থাকবে। কাজের কোয়ালিটি নিশ্চিত করাই হবে আমার মূল ফোকাস।

এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

তবে পরিদর্শন শেষে উপদেষ্টা বের হওয়ার সময় মৈত্রী শিল্পের প্রধান ফটকে উপদেষ্টার গাড়ি অবরুদ্ধ করে দেন আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন অযৌক্তিক অজুহাতে চাকুরীচ্যুত হওয়া কর্মীরা। তারা দীর্ঘদিন ধরে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন বলে জানা গেছে।

পরে উপদেষ্টা ঘটনাস্থলে উপস্থিত থেকে চাকুরীচ্যুত সদস্যদের দুইজন প্রতিনিধির সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ আমলে নেওয়ার আশ্বাস দিলে তারা অবরুদ্ধ ফটক ছেড়ে দিলে উপদেষ্টা নিরাপদে বেরিয়ে যান।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে উপদেষ্টার গাড়ি অবরুদ্ধ

মোঃ হানিফ হোসেন,টঙ্গী 
Update Time : ০৭:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

গাজীপুরের টঙ্গী শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ও মৈত্রী শিল্প পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তিনি শিল্প কমপ্লেক্সে পরিদর্শনে আসেন। আগমনের পর ট্রাস্ট ও মৈত্রী শিল্পের প্রতিনিধিরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

পরে উপদেষ্টা মৈত্রী শিল্পের বিভিন্ন স্থাপনা, উৎপাদন ইউনিট ও প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন। পরিদর্শন শেষে মুক্তা ড্রিংকিং ওয়াটার কারখানায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, মুক্তা পানি বাণিজ্যিকভাবে উন্নত মানে উৎপাদন নিশ্চিত করতে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এই ব্র্যান্ডকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। মৈত্রী শিল্পকে আরও সুশৃঙ্খলভাবে ও টেকসইভাবে এগিয়ে নিতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আমি যদিও ইঞ্জিনিয়ার নই, তবে কাজের মান ও গুণগত দিকের প্রতি আমার বিশেষ মনোযোগ থাকবে। কাজের কোয়ালিটি নিশ্চিত করাই হবে আমার মূল ফোকাস।

এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

তবে পরিদর্শন শেষে উপদেষ্টা বের হওয়ার সময় মৈত্রী শিল্পের প্রধান ফটকে উপদেষ্টার গাড়ি অবরুদ্ধ করে দেন আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন অযৌক্তিক অজুহাতে চাকুরীচ্যুত হওয়া কর্মীরা। তারা দীর্ঘদিন ধরে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন বলে জানা গেছে।

পরে উপদেষ্টা ঘটনাস্থলে উপস্থিত থেকে চাকুরীচ্যুত সদস্যদের দুইজন প্রতিনিধির সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ আমলে নেওয়ার আশ্বাস দিলে তারা অবরুদ্ধ ফটক ছেড়ে দিলে উপদেষ্টা নিরাপদে বেরিয়ে যান।