টঙ্গীতে ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

- Update Time : ০৫:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৫ Time View
গাজীপুরের টঙ্গী ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার টঙ্গী পশ্চিম থানা ছাত্রশিবিরের উদ্যোগে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ক্যাম্পাস প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীর সভাপতি ইকবাল কবির। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির টঙ্গী পশ্চিম থানার সভাপতি আরাত হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনফিডেন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আরিফ হোসেন। নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, “বিগত ১৭ বছর ইসলামী ছাত্রশিবির চরম নির্যাতনের শিকার হয়েছে। তবে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে।”
তারা আরও বলেন, ছাত্রসমাজ যাতে মেধা ও বইয়ের প্রতি মনোযোগী হয়, সে লক্ষ্যেই এই প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগও নেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল—বিগত সাত দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা শিক্ষার্থীদের জন্য বই উপহার, সর্বশেষ বোর্ড পরীক্ষায় জিপিএ পাস করা শিক্ষার্থীদের জন্য বই বিতরণ এবং আশপাশের ১০টি স্কুলের সিঙ্গেল ডিজিটধারী মেধাবী শিক্ষার্থীদের জন্য বই উপহার।
এছাড়াও, অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী ইসলামী ছাত্রশিবিরে যোগদান করেন। অভিভাবকরাও এই উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়তে এমন উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করেন।