টঙ্গীতে আলোচিত জীবন হত্যা মামলার আসামী কিলার সুজন গ্রেফতার

- Update Time : ০৮:৪২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ৯২ Time View
গাজীপুরের টঙ্গীর আলোচিত সন্ত্রাসী সুজন মিয়া উরফে কিলার সুজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
শুক্রবার দুপুরে নগরীর পুবাইল থানাধীন হারবাইদ নন্দীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুজন (৩২) টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির শহর আলী মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুজন টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকার কামরুজ্জামান জীবন (২৭) নামে এক যুবককে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী। গত ৯ এপ্রিল টঙ্গীর দত্তপাড়া এলাকায় মধ্যরাতে জীবনকে ডেকে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে সুজন ও তার সহযোগীরা। এরপর থেকে আত্মগোপনে চলে যায় সে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক ছিনতাই, হত্যা, ট্রেন ডাকাতি সহ বিভিন্ন অপরাধে থানায় ৭টি মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী সুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে খুন, ছিনতাই, ট্রেন ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।