ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল
মোঃ হানিফ হোসেন, টঙ্গী
- Update Time : ০৫:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৫১ Time View
গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় টঙ্গীর মেলগেট এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির নেতাকর্মীরা মিছিলে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মো. আবুল হাসেম, সাবেক কাউন্সিলর মো. সেলিম হোসেন, হাজি জহিরুল ইসলাম, আবু শাকের, জামাল হোসেন, শাইফুল আলম খান সহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন অনিয়ম ও সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হচ্ছে। তাই তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।























































































































































































