ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে আওয়ামীলীগ নেত্রী সহ ৬ মাদক কারবারি গ্রেফতার

হানিফ, টঙ্গী থেকে
  • Update Time : ০৩:০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮০ Time View

টঙ্গীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আওয়ামী মহিলা লীগের এক নেত্রী ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে টঙ্গী স্টেশন রোড সংলগ্ন ব্যাংকের মাঠ এলাকায় গোপন অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম এবং তার পাঁচ সহযোগী মো. সবুজ (৩৭), মো. সুজন (২৬), মো. শাহিন (৩০), মো. দেলোয়ার (৪৩) ও মো. রাসেল (৪০)। র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, টঙ্গী স্টেশন রোড ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদকচক্র সক্রিয় ছিল।

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছিলেন। অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার আস্তানা থেকে ১৭৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ময়না বেগম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রাজনৈতিক পরিচয়ের আড়ালে তারা এ ধরনের অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান। তবে সম্প্রতি তিনি আবারও মাদক ব্যবসা শুরু করেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

উল্লেখ্য, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও যুব ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেলের অনুসারী ছিল এই মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময় সাবেক মন্ত্রী জাহিদ আহসান রাসেলের ব্যানার সম্বলিত মিছিলে তাকে দেখা যেত।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে আওয়ামীলীগ নেত্রী সহ ৬ মাদক কারবারি গ্রেফতার

হানিফ, টঙ্গী থেকে
Update Time : ০৩:০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

টঙ্গীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আওয়ামী মহিলা লীগের এক নেত্রী ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে টঙ্গী স্টেশন রোড সংলগ্ন ব্যাংকের মাঠ এলাকায় গোপন অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম এবং তার পাঁচ সহযোগী মো. সবুজ (৩৭), মো. সুজন (২৬), মো. শাহিন (৩০), মো. দেলোয়ার (৪৩) ও মো. রাসেল (৪০)। র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, টঙ্গী স্টেশন রোড ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদকচক্র সক্রিয় ছিল।

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছিলেন। অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার আস্তানা থেকে ১৭৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ময়না বেগম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রাজনৈতিক পরিচয়ের আড়ালে তারা এ ধরনের অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান। তবে সম্প্রতি তিনি আবারও মাদক ব্যবসা শুরু করেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

উল্লেখ্য, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও যুব ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেলের অনুসারী ছিল এই মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময় সাবেক মন্ত্রী জাহিদ আহসান রাসেলের ব্যানার সম্বলিত মিছিলে তাকে দেখা যেত।