টঙ্গীতে অবৈধ লকডাউনের প্রতিবাদে মটর শোভাযাত্রা
- Update Time : ০৯:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ২৪ Time View
গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের ঘোষিত ‘অবৈধ ও একতরফা লকডাউন’ এর প্রতিবাদে মটর শোভাযাত্রা করেছে বিএনপির সহযোগী সংগঠন । বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ৪ টায় সময় টঙ্গী হোন্ডা রোড থেকে প্রায় তিন শতাধিক নিয়ে মটর শোভাযাত্রা শুরু হয় পরে ঢাকা ময়মনসিং মহাসড় স্টেশন রোড চেরাগ আলী কলেজ গেট হোসেন মার্কেট গাজীপুরা হয়ে পুনরায় টুঙ্গী বাজারে এসে শেষ হয়।
মটর শোভাযাত্রা নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ। ও বিএনপি ও অঙ্গ-সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তারা শ্লোগান দেন “আওয়ামী লীগের অবৈধ লকডাউন মানি না,গণতন্ত্র হত্যা বন্ধ কর, দেশ বাঁচাও, জনগণ বাঁচাও।
এ সময় শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্য বলেন রাশেদুল ইসলাম কিরণ বলেন, শেখ হাসিনা জনগণের তোপের মুখে পালিয়ে গেলেও এখনও ষড়যন্ত্র করে যাচ্ছেন। দেশের অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনগণকে ভয় দেখানোর চেষ্টা চলছে। আমরা স্পষ্ট জানাতে চাই অবৈধ লকডাউনের নামে কোনো সহিংসতা বা দমননীতি জনগণ মেনে নেবে না।
রাস্তায় যদি আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করে, জনগণই তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেবে। তিনি আরও বলেন,অবৈধ লকডাউনের নামে যদি আর কোনো গাড়িতে আগুন দেওয়া হয়, তাহলে জনগণও চুপ থাকবে না। আওয়ামী লীগের দমননীতি নয়- দেশের মানুষ চায় এখন পরিবর্তন ও মুক্ত গণতন্ত্র।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































