ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জামায়াতের অনেক দায় কাধেঁ নিয়েছে বিএনপি – টুকু টেলিগ্রাম অ্যাপে ‘বিনিয়োগের ফাঁদ’ লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া দুই প্রতারক গ্রেপ্তার ফ্যাসিস্টরা জোট হয়ে ক্ষমতা ফিরে পেতে চক্রান্ত করছে: মির্জা ফখরুল রংপুরে গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ; নিহত ১, আহত ২৫ এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির বাংলাদেশে আর কোনো গডফাদার সৃষ্টি হতে দেবে না এনসিপি শহীদ জিয়া-তারেক রহমানের অপমান সহ্য করা হবে না, বিএনপির হুঁশিয়ারি আমাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি করতে গেলে গুলি করে দেব ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রেম: অতপর সেনাবাহিনীর হাতে আটক ট্রেনের ভাড়া ৩২ লাখ টাকা অগ্রিম পরিশোধ করেছে জামায়াত

টঙ্গীতে অপহৃত শিশু আলিফ উদ্ধার, গ্রেফতার ৩

মোঃ হানিফ হোসেন, টঙ্গী
  • Update Time : ১১:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ১৮৮ Time View

টঙ্গী পূর্ব থানাধীন এলাকা থেকে অপহৃত সাড়ে চার বছরের শিশু মো. আলিফকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি সংঘবদ্ধ শিশু অপহরণকারী চক্রের সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঘটনার সূত্রপাত ২৩ মে ২০২৫, শুক্রবার। দুপুর আনুমানিক ১১টার দিকে আলিফ তার চাচাতো ভাই হোসাইন (৬) এর সঙ্গে তার বাবার সেলুনে যায়। কিছুক্ষণ পর রুটি কেনার জন্য ২০ টাকা নিয়ে বাসার উদ্দেশে বের হয়। এরপর সে আর বাসায় ফেরেনি।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ওইদিনই টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়রি করেন।

পরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শিশুটি বাসার কাছের দোকান থেকে রুটি কিনে ফেরার সময় এরশাদনগর ৪ নম্বর ব্লকের ফুলকলি স্কুলের সামনে একটি বোরকা পরিহিত নারী তাকে ও হোসাইনকে মিষ্টির লোভ দেখিয়ে অটোরিকশায় তুলে নেয়। কিছু দূর যাওয়ার পর হোসাইনকে নামিয়ে দিয়ে বলে, “তুমি দাঁড়াও, সে মিষ্টি নিয়ে আসতেছে।” এরপর আলিফকে নিয়ে দ্রুত চলে যায়।

এজাহারে উল্লেখ আছে, অপহরণকারীরা শিশুটিকে বসুমতি পরিবহনের একটি বাসে করে ঢাকার দিকে নিয়ে যায়।

পরবর্তীতে টঙ্গী পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে পুলিশ প্রযুক্তি সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে প্রথমে মো. কালাম (২০) নামের এক আসামিকে গ্রেফতার করে। তার জবানবন্দির ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ থানার রাহাড়ী পাড়া এলাকা থেকে অপহরণকারী চক্রের দুই মূল হোতা তাহমিনা ও আলামিনকে গ্রেফতার করা হয়। একই সময় তাদের হেফাজত থেকে শিশু আলিফকে উদ্ধার করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা শহরে ভাড়া বাসায় অবস্থান করে ছদ্মবেশে শিশু অপহরণ করে আসছিল। পরবর্তীতে এসব শিশুদের টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হয়। এই চক্রের সদস্য সংখ্যা ছয় থেকে সাতজন বলে ধারণা করা হচ্ছে।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, “শিশুটিকে শারীরিকভাবে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে অপহৃত শিশু আলিফ উদ্ধার, গ্রেফতার ৩

মোঃ হানিফ হোসেন, টঙ্গী
Update Time : ১১:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

টঙ্গী পূর্ব থানাধীন এলাকা থেকে অপহৃত সাড়ে চার বছরের শিশু মো. আলিফকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি সংঘবদ্ধ শিশু অপহরণকারী চক্রের সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঘটনার সূত্রপাত ২৩ মে ২০২৫, শুক্রবার। দুপুর আনুমানিক ১১টার দিকে আলিফ তার চাচাতো ভাই হোসাইন (৬) এর সঙ্গে তার বাবার সেলুনে যায়। কিছুক্ষণ পর রুটি কেনার জন্য ২০ টাকা নিয়ে বাসার উদ্দেশে বের হয়। এরপর সে আর বাসায় ফেরেনি।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ওইদিনই টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়রি করেন।

পরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শিশুটি বাসার কাছের দোকান থেকে রুটি কিনে ফেরার সময় এরশাদনগর ৪ নম্বর ব্লকের ফুলকলি স্কুলের সামনে একটি বোরকা পরিহিত নারী তাকে ও হোসাইনকে মিষ্টির লোভ দেখিয়ে অটোরিকশায় তুলে নেয়। কিছু দূর যাওয়ার পর হোসাইনকে নামিয়ে দিয়ে বলে, “তুমি দাঁড়াও, সে মিষ্টি নিয়ে আসতেছে।” এরপর আলিফকে নিয়ে দ্রুত চলে যায়।

এজাহারে উল্লেখ আছে, অপহরণকারীরা শিশুটিকে বসুমতি পরিবহনের একটি বাসে করে ঢাকার দিকে নিয়ে যায়।

পরবর্তীতে টঙ্গী পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে পুলিশ প্রযুক্তি সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে প্রথমে মো. কালাম (২০) নামের এক আসামিকে গ্রেফতার করে। তার জবানবন্দির ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ থানার রাহাড়ী পাড়া এলাকা থেকে অপহরণকারী চক্রের দুই মূল হোতা তাহমিনা ও আলামিনকে গ্রেফতার করা হয়। একই সময় তাদের হেফাজত থেকে শিশু আলিফকে উদ্ধার করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা শহরে ভাড়া বাসায় অবস্থান করে ছদ্মবেশে শিশু অপহরণ করে আসছিল। পরবর্তীতে এসব শিশুদের টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হয়। এই চক্রের সদস্য সংখ্যা ছয় থেকে সাতজন বলে ধারণা করা হচ্ছে।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, “শিশুটিকে শারীরিকভাবে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”